ডাইব্যাক
(Dieback)
পোষক:
লেবু জাতীয় ফল, পেয়ারা, লিচু, আম, ডালিম, সফেদা, আতা, আলু, মরিচ,
টমেটো, প্রভৃতি।
লক্ষণ:
১. গাছের
শিকড় পঁচনের ফলে, আক্রান্ত গাছের পাতা ঝড়ে যায়।
২. কচি
ডাল আগা থেকে শুকিয়ে মরে যেতে থাকে।
৩. আস্তে
আস্তে পুরো গাছটি মারা যায়।
নিরাপদ ফসল উৎপাদন ব্যবস্থাপনা:
১. মৃত্তিকা
শোধন করা।
মাটি শোধনঃ- প্রতি লিটার পানির সাথে ১০০ মিলিলিটার ফরমালডিহাইড মিশিয়ে মাটিতে ছিটিয়ে দিয়ে পুরো মাটির উপরে মোটা পলিথিন দিয়ে ৩/৪ দিন ঢেকে রাখতে হবে। পরবর্তী ৩/৪ দিন পরে পলিথিন উঠিয়ে সূর্যের আলোর তাপে খুলে রাখতে হবে । ফরমালিনের গন্ধ মাটি থেকে শেষ হয়ে গেলেই মাটিতে বীজ বপন করার জন্য উপযোগী হবে।
২. পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করা।
বর্দোপেষ্ট দ্বারা দমন:
আক্রান্ত
ডাল ২.৫ সেমি সবুজ অংশসহ কেঁটে ফেলে কর্তিত অংশে বর্দোপেষ্ট লাগানো ভাল। ২৫০ গ্রাম
তুঁতে (কপার সালফেট) ও ২৫০ গ্রাম চুন ১ লিটার পানিতে মিশিয়ে বর্দোপেষ্ট তৈরী করা যায়।
এ পেষ্ট
তৈরির ১২ ঘণ্টার মধ্যে ব্রাশের মাধ্যমে ডালের কাঁটা অংশে প্রয়োগ করতে হবে।
রাসায়নিক পদ্ধতিতে দমন:
১. আক্রান্ত গাছে বোর্দো মিক্সচার প্রয়োগ করুন। বোর্দো মিক্সচার তৈরি- ১০ গ্রাম চুন, ১০ গ্রাম তুঁতে ৫০০ মিঃলিঃ পানিতে আলাদা আলাদা পাত্রে চুন ও তুঁতে মিশ্রণ করে একই সময়ে পানি পাত্রে ঢেলে বোর্দো মিক্সচার তৈরি করে ৫-৭ দিন পর পর গাছে
২/৩ বার স্প্রে করুন। অথবা,
২. আক্রান্ত
গাছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক
যেমন- ব্লু কপ-৫০ ডব্লিউপি ২ গ্রাম/ লিটার পানি/ কুপ্রাভিট
-৫০ ডব্লিউপি ২ গ্রাম/ লিটার পানি/ সালকক্স-৫০
ডব্লিউপি ২ গ্রাম/ লিটার পানি/ ডিলাইট-৫০
ডব্লিউপি ২ গ্রাম/ লিটার পানি/ সানভিট-৫০
ডব্লিউপি ২ গ্রাম/ লিটার পানি/ বাইকপার-৫০
ডব্লিউপি ২ গ্রাম/ লিটার পানি।
বি:দ্র: রোগ প্রতিরোধের জন্য
কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক যেমন- কুপ্রাভিট- ৫০ ডব্লিউ পি, ২ গ্রাম
/ লিটার পানি/ ব্লু-কপ-৫০ ডব্লিউ পি, ২ গ্রাম / লিটার পানি/ বিলটক্স-৫০ ডব্লিউ পি, ২ গ্রাম / লিটার পানি/ সানভিট-৫০ ডব্লিউ পি, ২ গ্রাম / লিটার পানি/ সমগ্র বর্ষা মৌসুমে প্রতি মাসে একবার এবং বছরে ২ বার করে স্প্রে করুন।
---------------------------------------------------------------------------------------------------------------
সুভাষ চন্দ্র দত্ত
উপ সহকারী কৃষি অফিসার, ডবলমুরিং, চট্টগ্রাম।
ই-মেইল: subhashdutta777@gmail.com
Comments
Post a Comment