কাঁঠালে পোকা (Epilachna Beetle)

 

কাঁঠালে পোকা (Epilachna Beetle)        

পোষক: করলা, মিষ্টি কুমড়া, লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, কাঁকরোল, শশা, কুমড়া জাতীয় সবজি প্রভৃতি

লক্ষণ:

. পূর্ণ বয়স্ক বিটল গ্রাব উভয়েই পাতা খেয়ে গাছের ক্ষতি করে

.  আক্রন্ত পাতা ঝাঁঝরা করে ফেলে, পরে পাতা শুকিয়ে মারা যায় এবং ঝরে পড়ে

. ফোঁটা ফোঁটা বৈশিষ্ট্যপূর্ণ গোলাকার দাগ সৃষ্টি করে

. বয়স্ক পাতা ছাড়াও অনেক সময় ফুল ফল খেয়ে নষ্ট করে ফেলে


নিরাপদ ফসল উৎপাদন ব্যবস্থাপনা:

. চারা অবস্থায় আক্রান্ত হলে হাত দিয়ে ধরে র্পূণবয়স্ক পোকা মেরে ফেলা

. গাছে শুকনা ছাঁই প্রয়োগ করা

. ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা

. পরজীবী পোক-বোলতা, লেডিবার্ডবিটল প্রভৃতি সংরক্ষণ করা

জৈব বালাইনাশক দ্বারা দমন:

দুই কেজি নিমের পাতা, . কেজি নিমের ছাল শিল পাটায় একটু থেতলে নিয়ে, থেতলানো পাতা ছাল এর সাথে ৫০ গ্রাম গুড়া সাবান একটি পাত্রে নিয়ে লিটার পানির সাথে মিশ্রন করে, আগুনে জ্বাল দিয়ে লিটার পানিকে কমিয়ে লিটার পানিতে পরিণত করে, উক্ত লিটার পানিকে ছেঁকে তাতে ৯লিটার পানি যোগ করে স্প্রে করতে হবে

রাসায়নিক পদ্ধতিতে দমন:

আক্রমণ মাত্রা বেশি হলে নিচে উল্লেখিত যেকোন একটি কীটনাশক ব্যবহার করুন, যেমনএকতারা-২৫ ডব্লিউপি . গ্রাম/লিটার/ নাইট্রো-৫০৫ ইসি / রিপকর্ড-১০ ইসি/ সিকো আলফা-. ইসি/ মিগ- ইসি/ ফাসটাক- ইসি/ প্রবাল-১০ ইসি/ প্রতি লিটার পানিতে মিঃলিঃ হারে মিশিয়ে দিন পর পর বার গাছে স্প্রে করুন

==============================================================
সুভাষ চন্দ্র দত্ত, উপসহকারী কৃষি অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিস ডবলমুরিং, চট্টগ্রাম
সেল- ০১৮১৫৫৩৫৫৭১

 

 

 

 

Comments