ফেরোমন ফাঁদ:
সেক্স ফেরোমন
হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিকপদার্থ যা কোন প্রজাতির স্ত্রী পোকা কর্তৃক একই প্রজাতির
পুরুষ পোকাকে প্রজনন কার্যে আকৃষ্ট করার জন্য প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়। সেক্স ফেরোমনের
গন্ধে পুরুষ পোকা আকৃষ্ট হয়ে স্ত্রী পোকার সহিত মিলিত হয়। স্ত্রী পোকা কর্তৃক নিঃসৃত
পদার্থের গন্ধটি কৃত্রিমভাবে তৈরি করে সেক্স ফেরোমন ফাঁদে ব্যবহার করা হয়। ফাঁদটি সহজ
লভ্য ও সস্তা দ্রব্যাদি দিয়ে তৈরি অথচ পোকা ধরার জন্য অত্যন্ত কার্যকরী। কৃষকের নিকট
এটি যাদুর ফাঁদ নামে পরিচিত।
সেক্স ফেরোমন ফাঁদের সুবিধা:
১. এটি মানুষ বা পরিবেশের কোনরুপ ক্ষতি
করে না
২. সেক্স ফেরোমন ব্যবহারে উৎপাদন খরচ
অনেক কম হয়
৩. ফসলের ক্ষতিকর পোকা কার্যকর ভাবে
দমন হয়
৪. বালাইনাশকের প্রতি পোকার প্রতিরোধ
ক্ষমতা তৈরি হয় না
৫. ফলন বৃদ্ধি পায়।
ফেরোমন ফাঁদ তৈরি:
ফেরোমন ফাঁদ তৈরির জন্য সাধারণত তিনটি উপাদান প্রয়োজন হয়
যেমন-ফেরোমন টোপ, একটি ফাঁদ (বৈয়াম) এবং ফাঁদ স্থাপনের জন্য ১/২টি খুঁটি। এ ফাঁদে ২২
সেমি. লম্বা চার কোণাকৃতি বা গোলাকার একটি প্লাষ্টিকের পাত্র ব্যবহার করা হয়। বৈয়ামের তলদেশে ৩/৪ সেমি. সাবান মিশ্রিত পানি
রাখতে হবে এবং পানির ২/৩ সেমি. উপরে টোপ ঝুলিয়ে রাখতে হবে।
প্রথমত: প্রায় তিন লিটার পানি ধারণ ক্ষমতাযুক্ত ২২ সেমি.
গোলকার বা চার কোণা বিশিষ্ট প্লাষ্টিকের পাত্র (বৈয়াম) এর উভয় পার্শ্বে পাত্রের নিচ
বা তলা হতে ৪-৫ সেমি. উঁচুতে ত্রিভূজাকারে কেটে ফেলতে হবে। ত্রিভূজের নিচের বাহু সাধারণত
১০-১২ সেমি. এবং উচ্চতা ১১-১২ সেমি. হওয়া বাঞ্চণীয়।
দ্বিতীয়ত: সাবান মিশ্রিত পানি সব সময় পাত্রের তলা হতে উপরের
দিকে কমপক্ষে ৩-৪ সেমি. পর্যন্ত রাখা আবশ্যক। পাত্রের ঢাকনার মাঝে কালো রং এর একটি
ল্যুপ বসানো থাকে। ল্যুপের নিচের ছিদ্রে সরু তার বাঁধা হয়। তারের অপর মাথায় ফেরোমন
সম্বলিত টিউব (লিউর) এমনভাবে বাঁধতে হবে যেন লিউরটি সাবান মিশ্রিত পানি হতে ২-৩ সেমি.
উপরে থাকে। সতর্ক থাকতে হবে যেন পাত্রের তলায় রক্ষিত সাবান পানি শুকিয়ে না যায়। যত্নের
সাথে ব্যবহার করলে একটি পাত্র (বৈয়াম) ২-৩ মৌসুম পর্যন্ত চলতে পারে।
বিভিন্ন প্রকার ফেরোমন
ফাঁদের ব্যবহার:
১. কিউ-
ফেরোঃ কুমড়া জাতীয় সকল সবজি (লাউ, মিষ্টিকুমড়া, শশা, ক্ষিরা, ঝিঙ্গা, করলা, কাকরোল,
ইত্যাদি) এর মাছি পোকা দমনে ব্যবহার করা হয়।
ফাঁদ স্থাপনের সময়ঃ ফুল আসার দুই সপ্তাহ আগে জমিতে ফাঁদ স্থাপন করতে হবে। প্রতি ৩ শতক
জমির জন্য ১টি ফাঁদ ব্যবহার করতে হবে। প্রতি বিঘায় ১০ টি ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে।
ফাঁদ হতে ফাঁদের দূরত্ব ১২ মিটার ।
২. ব্যাকটো ডিঃ
ফলের (আম, পেয়ারা, লেবু জাতীয় ) মাছি পোকা দমনে ব্যবহার করা
হয়।
ফাঁদ স্থাপনের সময়ঃ ফল মার্বেল আকৃতির হলে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। প্রতি
৩ শতক জমিতে ১ টি ফাঁদ ব্যবহার করতে হবে। প্রতি বিঘায় ১০ টি ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে।
ফাঁদ হতে ফাঁদের দূরত্ব ১২ মিটার ।
৩.
বিএসএফবি ফেরো:
বেগুনের ডগা ও ফল ছিদ্রকারি
(মাজরা) পোকা দমনে ব্যবহার করা হয়।
ফাঁদ স্থাপনের সময়ঃ চারা লাগানোর ৩ সপ্তাহের মধ্যে জমিতে স্থাপন
করতে হবে। প্রতি ২.৫ শতকে ১টি ফাঁদ ব্যবহার করতে হবে। প্রতি বিঘাতে ১২ টি ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। ফাঁদ
হতে ফাঁদের দূরত্ব ১০ মিটার ।
৪. স্পোডো লিউরঃ
ফুলকপি, বাঁধাকপি,
তরমুজ, কচুর লেদা পোকা, টমেটো ও তুলা লেদা পোকা / আঁচা পোকা দমনের জন্য ব্যবহার করা
হয়।
ফাঁদ স্থাপনের সময়ঃ চারা রোপনের ৩ সপ্তাহের মধ্যে ব্যবহার করতে হবে, কচুর ক্ষেত্রে
বীজ লাগানোর ৩০-৩৫ দিনের মধ্যে লাগাতে হবে। প্রতি ৬ শতক জমিতে ১ টি ফাঁদ ব্যবহার করতে হবে। ফাঁদ হতে ফাঁদের দূরত্ব ২৫ মিটার । এ ট্রাপের দাম অন্যগুলোর দ্বিগুন।
Comments
Post a Comment