ক্যাঙ্কার রোগ (Canker disease)
পোষক:
লেবু জাতীয় ফল, পেয়ারা, আম, ডালিম, সফেদা, আতা, আলু, মরিচ, টমেটো, প্রভৃতি।
লক্ষণ:
১.
বাড়ন্ত
কুঁড়ি,
পাতা
ও
ফল
প্রভৃতিতে
এ
রোগের
আক্রমণ
হয়।
মূলতঃ সবুজ
কচি ফলেই এই রোগ বেশী দেখা যায়।
২.
আক্রান্ত
পাতার
উভয়
পাশে
খসখসে
ক্ষতের
সৃষ্টি
হয়
দাগগুলোর
ব্যাস
২-৪ মিঃমিঃ পর্যন্ত হয়।
৩.
ক্ষত
অংশের
চতুর্দিকে
গোলাকার
হলুদ
কিনারা
দেখা
যায়
এবং
ফলের ভিতরে
হালকা জলের মত ছোপ দেখা যায়।
৪.
পাতা
হলুদ
হয়ে
ঝরে
পড়ে
এবং
আক্রান্ত
ডগা
উপর
দিক
থেকে
মরতে
থাকে।
কোনো কোনো সময় পাতায় মরচে পরা
দাগ দেখা যায়।
৫.
ফলের
উপর
আক্রমণ
বেশি
হলে
ফল
ফেঁটে
যায়
ও
ঝড়ে
পড়ে।
৬.
লীফ
মাইনার
পোকার
আক্রমণে গাছের
ডাল
ও
পাতায়
যে
ক্ষতের
সৃষ্টি
হয়
তার
ভিতর
দিয়ে
রোগ
জীবাণু
প্রবেশ
করে
এ
রোগের
সৃষ্টি
করে।
নিরাপদ ফসল উৎপাদন ব্যবস্থাপনা:
১. বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে বাগানের সব মরা গাছপালা পরিষ্কার করে জ্বালিয়ে ফেলা।
২. আক্রান্ত ডাল ও পাতা কেঁটে ফেলা এবং লীফ মাইনার নামক পোকা দমনের ব্যবস্থা গ্রহণ করা।
জৈব বালাইনাশক দ্বারা দমন:
গাছের
পাতায় নিম পাতার খৈল ১ কেজি ২০ লিটার পানিতে ভিজিয়ে উপরের পরিষ্কার পানি স্প্রে করতে হবে এবং ৭ দিন পর বর্দো মিক্সচার স্প্রে করা। ১০ গ্রাম চুন, ১০ গ্রাম তুঁতে ৫০০ মিঃলিঃ পানিতে আলাদা আলাদা পাত্রে চুন ও তুঁতে মিশ্রণ করে একই সময়ে অপর পাত্রে মিশ্রণটি ঢেলে বর্দো মিক্সচার তৈরি করা যায়।
রাসায়নিক পদ্ধতিতে দমন:
আক্রান্ত
গাছে নিচে উল্লেখিত যেকোন একটি ছত্রাকনাশক গাছে স্প্রে করুন, যেমন– আইকার- ২০ এসসি, ১মিলি/লিটার পানি/ এমিস্টার টপ ৩২৫ এসসি, ১মিলি/লিটার পানি/ ব্লু কপ-৫০ ডব্লিউপি, ২ গ্রাম/ লিটার পানি/ সালকক্স-৫০ ডব্লিউপি ২, গ্রাম/ লিটার পানি/ ডিলাইট-৫০ ডব্লিউপি, ২ গ্রাম/ লিটার পানি/ সানভিট-৫০ ডব্লিউপি, ২ গ্রাম/ লিটার পানি/ বাইকপার-৫০ ডব্লিউপি, ২ গ্রাম/ লিটার পানি।
বি:দ্র: রোগ প্রতিরোধের জন্য কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক যেমন- কুপ্রাভিট ৫০ ডব্লিউ পি, ২ গ্রাম / লিটার পানি/ ব্লু-কপ-৫০ ডব্লিউ পি, ২ গ্রাম / লিটার পানি/ বিলটক্স-৫০ ডব্লিউ পি, ২ গ্রাম / লিটার পানি/ সানভিট-৫০ ডব্লিউ পি, ২ গ্রাম / লিটার পানি/ সমগ্র বর্ষা মৌসুমে প্রতি মাসে একবার করে স্প্রে করুন।
---------------------------------------------------------------------------------------------------------------
সুভাষ চন্দ্র দত্ত
উপ সহকারী কৃষি অফিসার, ডবলমুরিং, চট্টগ্রাম।
ই-মেইল: subhashdutta777@gmail.com
Comments
Post a Comment