ফলের মাছি পোকা (Fruit flies)
লক্ষণ:
১. স্ত্রী পোকা ছোট ফলে হুল ঢুকিয়ে ডিম পাড়ে।
২. ডিম পাড়া স্থান নরম হয়।
৩. আস্তে আস্তে ডিম ফুটে কীড়া ফলের ভিতরে খেয়ে ফল ছিদ্র করে বের হয়ে আসে।
৪. আক্রান্ত ফল বিকৃত হয়ে বৃদ্ধি স্থিমীত হয় এতে ফল নষ্ট হয়ে ঝড়ে পরে।
নিরাপদ ফসল উৎপাদন ব্যবস্থাপনা:
১. মাটি হতে
পুত্তলী
সংগ্রহ
করে
ধ্বংস
করা।
২.
গাছের
নিচে
পড়ে
থাকা
বা
গাছে
রোগাক্রান্ত
ফল
সংগ্রহ
করে
মাটিতে
পুঁতে
ফেলা।
৩.
কচি
ফল
কাগজ,
কাপড়,
বা
পলিব্যাগ
দিয়ে
ঢেকে
দেয়া।
জৈব বালাইনাশক দ্বারা দমন:
১. ‘জোনাট্রাক’ একটি আধুনিক ধরনের আকর্ষণ ও মেরে ফেলা (Attract & kill) পদ্ধতির ফাঁদ যা বিভিন্ন ফলের মাছি পোকা দমন করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে যা সঙ্গমের মাত্রা কমানোর জন্য পুরুষ মাছি পোকাকে আলাদা করতে পারে যার ফলে পোকার বংশবিস্তারের মাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পায়।
যে সমস্ত ফসলের জন্য কার্যকর: আম, কমলা, লেবু, কুল, লিচু, পেপে, পেয়ারা, আঙ্গুর ও অন্যান্য ফল ।
প্রয়োগ
মাত্রা:
হলুদ আঠালো ফাঁদের উপর ১-২ ফোঁটা ‘জোনাট্রাক’ দিয়ে বাগানে খুটির সাথে আটকিয়ে দিতে হবে। হেক্টর প্রতি: ২৫-৫০ স্পট/হেক্টর।
২. ‘কিউট্র্যাক’ এতে আছে সক্রিয় উপাদান (Active ingredient): 30% Culure + 0.5% Abamectin. কিউট্র্যাক একটি আধুনিক ধরনের আকর্ষণ ও মেরে ফেলা (Attract & kill)
পদ্ধতির ফাঁদ যা কুমড়া জাতীয়ফসলের পুরুষ মাছি পোকা দমনে কার্যকর পদ্ধতি।
যে সমস্ত ফসলের জন্য কার্যকর: লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া, করল্লা, শসা, ঝিঙ্গা, ক্ষীরা, তরমুজ, বাঙ্গী ও অন্যান্য কুমড়া জাতীয়ফসল।
ব্যবহার পদ্ধতি: হলুদ আঠালো ফাঁদের উপর ১-২ ফোঁটা কিউট্র্যাক দিয়ে বাগানে খুটির সাথে আটকিয়ে দিতে হবে। ১০০-২০০ ফাঁদ/হেক্টর।
৩. ‘সেরানক’ এটির উপস্থিত ফেরোমনের আকর্ষণে ফলের স্ত্রী মাছি পোকা আকর্ষিত হয় এবং সেরানকে উপস্থিত কীটনাশকের সংস্পর্শে মারা যায়।
যে সমস্ত ফসলের জন্য কার্যকর: আম, কমলা, লেবু, কুল, পেয়ারা, আঙ্গুর ও অন্যান্য ফল। হেক্টর প্রতি ১০০-২০০টি ফাঁদ ব্যবহার করতে হয়।
৪. ফলের মাছি পোকা দমনের জন্য নির্দ্দিষ্ট ফসলের জন্য নির্দ্দিষ্ট সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। যেমন-
ফেরোমন ফাঁদের নাম |
একর প্রতি সংখ্যা |
বিঘা প্রতি সংখ্যা |
ফাঁদ থেকে ফাঁদের দূরত্ব ও প্রয়োগ মাত্রা |
কিউ-ফেরো/ কিউলিওর ব্যাক (Qlure BAC)
(কুমড়া জাতীয় সকল সব্জির মাছি পোকা জন্য) |
৩২ টি |
১০-১২ টি |
১২-১৫ মি.,
৪০ ট্র্যাপ/হেক্টর।
|
ব্যাকট্রো-ডি/ এক্সলিওর এমই (Xlure ME)
(আম,পেয়ারা ও লেবু জাতীয় ফলের মাছি পোকা দমনের জন্য) |
৩২ টি
|
১০-১২ টি |
১২-১৫ মি.,
৪০ ট্র্যাপ/হেক্টর।
|
৫. বিষটোপ ব্যবহার করা।
রাসায়নিক পদ্ধতিতে দমন:
আক্রমণ
মাত্রা বেশি হলে নিচে উল্লেখিত যেকোন একটি কীটনাশক ব্যবহার করুন, যেমন– সবিক্রন-৪২৫ ইসি ২ মিলি/ ১ লিটার পানি/ এডক্লোপ- ২০ এসএল ০.৫ মিলি/ লিটার পানি/ সিকো আলফা ২.৫ ইসি/ মিগ ৫ ইসি/ ফাসটাক ২ ইসি/ প্রবাল ১০ ইসি/ প্রতি লিটার পানিতে ১ মিঃলিঃ হারে মিশিয়ে ৭ দিন পর পর ২-৩ বার স্প্রে করুন।
============================================================
সুভাষ
চন্দ্র
দত্ত,
উপ
সহকারী
কৃষি
অফিসার,
মেট্রোপলিটন
কৃষি
অফিস,
ডবলমুরিং,
চট্টগ্রাম।সেল-০১৮১৫৫৩৫৫৭১
Comments
Post a Comment