থ্রিপস ( Thrips)

 

থ্রিপস ( Thrips)

পোষক:

 সীম, বরবটি, মরিচ, টমেটো, লাউ, ঢেঁড়শ, করলা, পেয়ারা, কুল, লেবু জাতীয় ফল, আম, করমচা, জলপাই, বেগুন, কুমড়া জাতীয় সবজি  প্রভৃতি গাছে পোকার আক্রমণ দেখা যায়

লক্ষণ:

. পূর্ণবয়স্ক থ্রিপস ক্ষুদ্র পোকা (দৈর্ঘ্য . থেকে মিঃমিঃ) এরা কমলা হলুদ রঙের হয়ে থাকে

. লার্ভা এবং অল্পবয়সী বাচ্চা, পাতা এবং ফলের ক্ষতি করে

. গাছের উপরের পাতা গুলো কুঁকড়ে বিকৃত করে ফেলে

. ফলের উপর বাদামি রিং চিহ্ন তৈরি হয়

. নতুন অঙ্কুরিত পাতা মুকুলের মারাত্মক ক্ষতি করে

. ফুলের পরাগরেনু খাওয়ার ফলে বিবর্ণ বাদামী হয়ে শুকিয়ে যায়

 


নিরাপদ ফসল উৎপাদন ব্যবস্থাপনা:

. আঠালো হলুদ বা নীল কার্ড ফসলে স্থাপন করলে থ্রিপস্ আসক্ত হয়ে মারা যায়

. পরভোজী পোকা সংরক্ষণ যেমন- লেডির্বাড বিটল, বোলতা, গ্রীন লেস উইং পোকা সকল স্তরে ভক্ষণ করে


জৈব বালাইনাশক দ্বারা দমন:

.  প্রতি লিটার পানিতে মি.লি হারে বায়োনিম প্লাস অথবা, প্রতি লিটার পানিতে মিঃলিঃ নিমবিসিডিন মিশিয়ে সাপ্তহে বার স্প্রে করা

. দশ লিটার পানিতে ১০টি শুকনা তামাক পাতা অথবা কাঁচা তামাক পাতা কেজি পরিমাণ, সারা রাত্র পানিতে ভিজিয়ে পাতার নিচে স্প্রে করা

 . সদ্য গো-চনা সংগ্রহ করে ১৫ দিন রেখে দিতে হবে পাত্রে মুখ পলিথিন দিয়ে এমনভাবে বাঁধতে হবে যাতে বাতাস ঢুকতে না পারে এরপর ভাগ গো-চনা - ভাগ পানির সাথে মিশিয়ে সপ্তাহে বার করে ফসলে প্রয়োগ করতে হবে


রাসায়নিক পদ্ধতিতে দমন:

আক্রমণ মাত্রা বেশি হলে নিচে উল্লেখিত যেকোন একটি কীটনাশক পাতার নিচে ব্যবহার করুন যেমনস্পেলেন্ডর-৮০ ডব্লিউডিজি . গ্রাম/ লিটার পানি/ টপটেন-১০ ইসি মিলি/ লিটার পানি/ নাইট্রো-৫০৫ ইসি / মিলি/ লিটার পানি/ রগর ৪০ এল/ ফলিথিয়ন ৫০ ইসি/ ডাইমেজিল ৪০ ইসি/ কনভয় ২৫ইসি/ কিউর ২৫ ইসি প্রতি লিটার পানিতে মিঃলিঃ হারে ১৫ দিন অন্তর / বার স্প্রে করুন

============================================================

সুভাষ চন্দ্র দত্ত, উপ সহকারী কৃষি অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিস, ডবলমুরিং, চট্টগ্রামসেল-০১৮১৫৫৩৫৫৭১

 

Comments